খুলনার কয়রা উপজেলার গিলাবাড়ি কুচির মোড়ে সন্তানদের সামনে মাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে এ ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করা হল।
শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কয়রা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী। তিনি জানান, শনিবার দুপুরে মামলার ২ নম্বর আসামি আফছার গাজী (৪০) ও ৫ নম্বর আসামি আখফর হোসেন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে মামলার পরপরই আসামি আরাফাত হোসেন ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ঘটনার ৪ দিন পরে ভিকটিমের পিতা আব্দুল গফফার গাজী বাদী হয়ে শুক্রবার (১৫ জুলাই) রাতে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে শনিবার বিকেলে মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ শিকারি ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করে তাকে জড়িয়ে ভিকটিমের পরিবার সংবাদ মাধ্যমে যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রত্যাশা করেন।
পা ধরেও ক্ষমা পাইনি মেয়েটা, হিংস্র পশুর মতো পিটিয়েছে
অন্যদিকে আজ ১৬ জুলাই দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নারীকে দেখতে যান সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ ভিকটিম নারীকে সংগঠনের তরফ থেকে চিকিৎসা ও আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন। একই সাথে মামলার অন্যান্য আসামিরা দ্রুত গ্রেপ্তার ও বিচারিক প্রক্রিয়ার মধ্যদিয়ে দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে বলে প্রত্যাশা করেন।
কয়রায় সন্তানদের সামনে মাকে গাছে বেঁধে মধ্যযুগীয় নির্যাতন (ভিডিও)
খুলনা গেজেট / আ হ আ