খুলনা, বাংলাদেশ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ১ মে, ২০২৪

Breaking News

  ৫২ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে
  আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল-মাদ্রাসা
  হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

হৃদয় খুলে, বুকের অশ্রু গড়িয়ে যায়

আবদুস সালাম খান পাঠান

১.
নিঝুম অন্ধকার ভেদকরি, জীবনের ঘুমন্ত নিঃশ্বাস
বায়ু প্রবাহে ছড়িয়ে যায় । জীবনের পরীক্ষায় –
দিবা থেকে সন্ধ্যার প্রহর অবধি, অবচেতন মন-কেবল,
অসহায়! স্থবির জীবন প্রবাহে মেঘাচ্ছন্ন আকাশে
অকস্মাৎ ভাঙে দুঃস্বপ্নের ছায়াপথ। হৃদয়খুলে –
অশ্রু গড়িয়ে যায়।

হৃৎপিণ্ডের ভগ্নাংশ ধুকধুক করি চলে অবিরত –
উন্মুক্ত বলয়ে, সুদীর্ঘ পথ পাড়ি দিতে, ধৈর্য্য কখনো
হারায়। কাজের মধ্যে ব্যতিব্যস্ত থাকতে,
– নতুন জীবন গড়তে; কর্মে জাগে অনেক সাড়া,-
মনে হয়। জগতের অসীম প্রান্তরে বিচরণ।
কভু স্বপ্নডানায় ঘুমের ঘোরে নিশ্চল দেহমন।
পৃথিবীর শতো মায়া মমতা জড়িয়ে রয় সংসারের
মাঝে, বাৎসল্য প্রেমে। সচল দেহে আবেগভরা
সোহাগবন্ধন। প্রকৃতির সৌন্দর্য সুষমা খুঁজি সর্বক্ষণ।
কতো স্বপ্নময় চিন্তাভাবনা – কর্ম কোলাহলে – চলে জীবন।
জগতের শতো বাসনা মিটে না, সদা থাকেনা কভু
আনন্দ-প্রীতি-। অনেক বাঁধা পেরিয়ে হৃদয়ে কখনো
বেদনার দোলাচল। রোগমুক্ত জীবন সদা হাস্যোজ্জ্বল।

বাঁচার দায় প্রতীক্ষায় দিনপঞ্জী গুনে, কালের প্রবাহ
স্রোতে, চলে মানবজীবন। কেউ জানে না অনন্ত শেষ কখন ….!
মুহূর্তে বদলায় আকাশের রং, অনায়াসে ডুবে
মেঘাচ্ছন্ন আকাশের চাঁদ। অন্ধকারেও তারার বিজলী
চমক। কখনো ঝোড়ো হাওয়া,- বর্ষা বাদল।
অন্ধকার থেকে কখনো আলোর শিখা জ্বলে –
বুকে, দুঃসহ দিন কভু যে কেটে যায়,
অন্তরের যাতনা, স্তরে স্তরে হারিয়ে যায় –

২.
জীবন সায়াহ্নে, দ্বারপ্রান্তে, অনাগত দিনের
ইচ্ছাগুলো ডায়েরীর পাতায় কখনো ভাঁজ করে –
লিখে রাখা হয়। কাজের সমাপ্তি যে কোথায়?
কেউ তো জানেনা কর্ম-সুখের সোনালি ফসল।
গতিময় থাকে যে জীবন। শতো বিবর্তনে-নতুন
ঊষার প্রহর গুনে, ধ্রুবতারা জ্বলে শান্তির
– বাতাস বয় কতো নির্মল ….. !

ঝর্ণাধারার পাশে, তরঙ্গিত স্রোতে, চাই না ভাসতে!
চাই পাহাড়ি ঢালে, ফুল ও ফসলের সুন্দর
আবাদ গড়তে। ধ্বনিত হৃদয়ের অশ্রুজলে
চাই না বুক ভিজতে।

অনুরাগ ভরা হৃদয় সুখে, কবিতার ছন্দে চাই কথা
বলতে। ফিরে যেতে চাই আবার শৈশবে
স্মৃতিমাখা জীবনের শাশ্বত সৌন্দর্যের বাতায়নে
– গ্রামীণ প্রকৃতির সবুজ মেঠো পথে, হাটতে।
চাই, অন্তরের অন্ধকার ঘুচাতে, ফুলের সৌরভ খুঁজতে।
নিস্তব্ধ রজনীর ঘুমে-আকাঙ্ক্ষাগুলো
উড়ে জোৎস্নার আলোতে। কতো মায়াবী
রহস্য লুকিয়ে আছে জীবন প্রভাতে। রঙিন
– সূর্যের কিরণেতে! নিঃশ্বাসে
নিঃশ্বাসে – কভু এ জীবন, ধন্য সুখে – আলোকিত
সংসারের মায়া মোহতে। কভু আরাধনায়
– ভিজে অশ্রুজলে,- স্রষ্টার দয়া পেতে।

Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855
Postal Address:
House: 14, Road: 3/C, Sector: 9
Uttara, Dhaka 1230, Bangladesh




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!