নড়াইলে বিভিন্ন আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।
এই উপলক্ষে সকাল ৭ টায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ অচিন চক্রবর্তী, সাধারন সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ ওমর ফারুক, নড়াইল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নড়াইল পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ্বাস, নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা, বঙ্গবন্ধু পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ডঃ তপন সরকার, নারীনেত্রী চৈতী বিশ্বাস, গুলশান আরা, সালমা রহমান কবিতা, নাজনিন সুলতানা রোজিসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিকালে শোভাযাত্রা, আলোচনাসভা, কেককাটা ও সাংসাকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই