বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেটের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে বাজারের একটি ভবনের দুই তলায় এই এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান।

ব্যাংক এশিয়ার রিজিওনাল ম্যানেজার তুহিনুর ইকবাল সরদারের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন এজেন্ট আউটলেটের উদ্যোক্তা প্রতিষ্ঠান নিউ স্বপ্ন মটরসের স্বত্তাধিকারী হাওলাদার জাকির হোসেন মিলন, স্থানীয় ইউপি সদস্য ফকির মিজানুর রহমান, মুকিত হোসেন, বারাকপুর বাজার কমিটির সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম প্রমুখ। এসময় বারাকপুর বাজার ও বারাকপুর মৎস্য আড়তের ব্যবসায়ীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন