Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণের মাংসসহ শিকারী চক্রের সদস্য আটক : আদালতে সোপর্দ

মোংলা প্রতিনিধি

মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ এক চেরা শিকারী চক্রের সদস্য বাচ্চু হাওলাদার (৪০) কে আটক করেছে পুলিশ। বাচ্চু মোংলা শহরের ১নং ওয়ার্ড কুমারখালী এলাকার বাসিন্দা।

শুক্রবার রাত সাড়ে ১১টায় শহরতলীর শেরাবুনিয়ার সেন্টপলস স্কুল সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, সুন্দরবনের মায়াবি হরিণ শিকার ও মাংস পাচার করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বেশ কয়েকটি পয়েন্টে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায় ৭নং ওয়ার্ড সেন্টপলস স্কুল সংলগ্ন রাস্তায় আটো ভ্যান যোগে শহরমুখী আসা ব্যাগ হাতে এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক ও ব্যাগে থাকা ১০ কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ।

শনিবার সকালে আটক বাচ্চু হাওলাদারকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত হরিণের মাংস মাটিতে পুতে ধ্বংস (ডাম্বিং) করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন