ঘটছে কত ট্রাজেডি
ঘটছে কত কাহিনী,
নির্বাক সব তাকিয়ে রই
আমি দেখতে চাহিনি!!
সময়ের পর সময় যায়
কমে না সব দূর্ঘটনা,
হওয়ার পর সবে দেয়
কত করে রটনা।।
আর কতকাল সইব এমন
দেখবো মৃত্যুর মিছিল-
তাদের চোখে ঘুম আসে না
করে কিচিরমিচির।।
আহামরি আর জোরাজোরি
এইতো তাদের পেশা,
পেটের দায়ে জ্বালায় তারা
দিনরাত শ্রমের নেশা।
কষ্টের পর কষ্ট করে
দেয় মনের যোগান,
অহেতুক কোন কাহিনীতে
কষ্টের জ্বালা বাড়ান।
ট্রাজেডি আর ম্যাজিকের ছোঁয়া
দিন-দিন বেড়েই চলছে,
গাঁয়ের জোরে কভু এ কথা
কোন মানুষ বলছে,,,,,।।
দূর্ভাগ্য আর কপালের ঘাম
মৃত্যুর সাথে করে খেলা,
যেতে হবে ওরে চলে
কেনো করিস অবহেলা?
আজ কাদছিছ!তুই কাল হাসিস
আমায় ছেড়ে দে,
এ যন্ত্রণার শেষ নাটক
ওপারে কুড়িয়ে নে।।
সাজানো নাটক আর কুচক্রে
ভরা সরল জীবন,
এভাবে আর কত মারবি?
হবে না তোদের মরণ!!