শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যুবদলের কেন্দ্রীয় সভাপতি টুকু, সম্পাদক মুন্না

গেজেট ডেস্ক

সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মুনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শুক্রবারের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আট সদস্যের কমিটিতে পদ পাওয়া অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার ও দপ্তর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদায়) কামরুজ্জামান দুলাল।

২০১৭ সালের ১৭ জানুয়ারি গঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন সাইফুল আলম নীরব ও টুকু।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন