খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ আজ

প্রেম স্রোত

মিজানুর রহমান তোতা

কাল্পনিক জীবনের অন্তর্ধান বাঁক ফুঁড়ে স্বর্গরাজ্য।
স্বপ্নসূচনায় আঁটকে কঠিন এক মুহূর্ত।
আকস্মিক বাঁধা বিপত্তিতেও আকাঙ্খার ধারাবর্ষণ।
স্মৃতিনির্ভর পাতা ভেসে যায় দুর বহুদুর।

মণিমুক্তা খচিত আবেগের অবগাহন।
পুষ্প হৃদয় অঙিনায় গন্ধমালা পরাতে অকৃত্রিম তৃঞ্চা।
কখনো ছন্দপতনে অন্ধকারে হাবুডবুু খায়।
লালিত প্রেম ভালোবাসার বাতি নিভে যায়।

প্রেম আকাশের মতো অন্তহীন।
হিসাবের গরমিলে হয় বিলীন।

ভালোবাসার ভাবপ্রকাশের স্বতঃস্ফুর্ততা।
মগ্ন থাকে নিগুঢ় নিখুঁত প্রেম ভালোবাসা।
সমৃদ্ধ রোমাঞ্চকর স্মৃতিতে সারাক্ষণ ডুবে থাকে প্রেম।
একরাশ আবেগ ভালোবাসার চাহনীতে।

বিচিত্র অভিনয়ে অত্যন্ত পারদর্শী।
তবুও গভীর ক্ষতসৃষ্টি হৃদয়ের গহীনে স্মৃতির প্রেম।
প্রেম ভালোবাসা নানারূপে সত্য।
অনন্তকাল জীবনের আবশ্যিক পূর্ণাঙ্গ বিশ্বাসের প্রকাশ।

তাচ্ছিল্যের চিহ্নভরা অনন্য অসাধারণে বন্দি।
চিন্তার সম্ভারে অন্তরালের প্রেম করে সন্ধি।
মধুর আলিঙ্গন।
ভিন্ন অনুভূতির প্রেম।

বিরহ অভিমান অনুরাগের ছোঁয়ায় গড়ে গভীর প্রেম।
বিতৃঞ্চার চপেটাঘাত নয় প্রেম।
জীবনের অজস্র খন্ডচিত্রের ঘুর্ণাচক্রে ভাবনার স্পর্শ।
ঔদ্ধত্য দম্ভ অহংকার দ্বিধা দ্বন্দ প্রেমকে করে প্রশ্নবিদ্ধ।

জটিল প্রেম হারায় ছন্দ।।
প্রেমের গন্ধ হয় দুর্গন্ধ।

গাঁঢ়ো অবিশ্বাসের দোলাচলে সময়ে জীবনছন্দ।
মিশে যায় রৌদ্রছায়ায় হারানো স্মৃতির প্রেম।
কংকটাকীর্ণ স্বপ্নময় প্রেমের রাস্তায় নানা বাঁধা।
তবু প্রেমের স্বাধীনতা হয় কুসুমাস্তীর্ণ।

স্বাতন্ত্রচিহ্ন বৈশিষ্ট্যের উজ্জ্বল ধারক প্রেম স্রোত।
প্রকৃতির স্বাভাবিক ছন্দ নিবিড় প্রেম ভালোবাসা।

রসায়িত পল্লবিত কুসুমিত জীবনে প্রেমের বাঁশি সঞ্চারিত।
ভিন্নবোধের রসে ভরা প্রাণের স্পন্দন।
বিরহের নীলমণিতেও প্রেমের পরম আলিঙ্গন।
বিস্ময়ে ভাবনার অতলে ডুবে থাকে স্বপ্ন প্রেম।

চাওয়া পাওয়ার অপূর্ণতায় রঙের সাহসী জীবন্ত জগত।
বিলীন করে ভালোবাসার প্রেম।
অধিকার স্বপ্ন সাধ আস্থা বিশ্বাস পূর্ণতার নিঃশ্বাস।
এটিও প্রেম ভালোবাসা।

সামনে পেছনে চারিদিকে ঘোরে সংশয়ের প্রেম।
বেদনার টুকরো গল্পে হয় রহস্যময় প্রেম স্রোত।
জগত জুড়ে প্রেম আর প্রেমে বন্দি জীবনকাহিনী।
অন্তরঙ্গ প্রেম জীবনকে করে মধুময়।

ব্যতিক্রম প্রসারিত বোধের ব্যত্যয় প্রেরণা।
প্রেম ভালোবাসাহীন প্রাণীর থাকে না প্রাণ।

জীবন মানেই প্রেম।
প্রাণই প্রেম ভালোবাসা।
প্রেমহীন প্রাণ বৃথা।
হৃদয়ে হৃদয় ছোঁয়ানো প্রেম।

চোখের কপাট খুলে দেওয়ার নাম প্রেম ভালোবাসা।
মনের দেয়াল ভেঙে অনুভূতির সুক্ষ্ম বিনিময়ই প্রেম।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!