কেশবপুরেউপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ট’র্ণামেন্টের ফাইনাল খেলা সোমবার অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
খেলায় পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও সুফলাকাঠি ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ সুফলাকাঠি ফুটবল একাদশকে ১ গোল দিলেও খেলার শেষার্ধে সুফলাকাটি ফুটবল একাদশ ১ গোল দিয়ে সমতা ফিরিয়ে আনে। খেলার নির্দিষ্ট সময় পার হলে সমতা থাকায় ট্রাইব্রেকারে ৪-২ গোলে পাঁজিয়াকে হারিয়ে সুফলাকাঠি ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, সহকারি কমিশনার ভুমি আফিুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসকøাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী , সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান এস এম মনজুর রহমান, পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহŸায়ক বিএম শহীদুজ্জামান,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমুখ।