Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

আকাংখা গ্রুপের চেয়ারম্যান শেখ মজনু আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট ব্যবসায়ী ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শেখ মজনু গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসারত।
তার সুস্থতা কামনা করে খুলনা মহানগরীর  বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমেও সুস্থতা কামনা করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ  শুভাকাঙ্খীরা ।
জানা যায়, নগরীর দৌলতপুর থানার দেয়ানা গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব শেখ মজনু কেসিসি’র ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার। এছাড়া তিনি আকাংখা গ্রুপের চেয়ারম্যান এবং মাহবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

পারিবারিক সূত্র জানায়, গত সপ্তাহে আলহাজ্ব শেখ মজনু অসুস্থ হয়ে পড়ার পর  খুলনার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায়  তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি করোনা পজেটিভ কি না বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায় নি।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন