Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তুমি চলে গেছো

মোঃ মামুন হোসেন

তুমি চলে গেছো
আমায় প্রেম শিখাইয়া
অথৈ কোন আধারে,
আমি এখন সব হারাইয়া
খুজি তোমায় কোন শহরে।

গেছো চলে না বলিয়া
পাইনি খবর পর,
তবুও যেন বুকের মাঝে
এখনও তুলে সে ঝড়।

তোমায় দেখিবার লাগিয়া মন
কেমন যেন করে,
মুরগী কাঁটা জীবনখানি
তেমন নাহি করে।

পাচ্ছি কষ্ট,বেদনা তুষ্ট
কেমন করে বুঝাই,
তোমার জন্য মনটা আমার
হৃদয় রেখেছি করে খোদায়।

বন্ধু তুমি কোথায় আছো
একবার দেখা দাও!
তোমার এ ভালবাসা দিয়ে
আমার মন্টা ভরাও!!

ঘুম আসে না প্রতিরাতে
তোমার কথা ভেবে,
মন্টা আমার হয় খারাপ
সঙ্গী আমার কে হবে?

দেখতে ইচ্ছে করছে তোমায়
মায়াবী মুখের বদনখানি,
হলে দেখা তোমার-আমার
ভিজিয়ে রাখতাম ফুলদানি।।

কেমন তোমার ভালবাসা
কেমন তোমার প্রেম!
এমনভাবে বন্দি হবো
আগে জানিনি,
তুমি,আমি একই ফ্রেম।।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন