খুলনার কয়রা উপজেলায় পুলিশ কনস্টেবল মোঃ মফিজুল ইসলাম হত্যা মামলায় কয়রা দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়লকে জেলহাজতে প্রেরণ করায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মে) বিকাল ৪ টায় উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসির আয়োজনে ইউনিয়নের ঘড়িলাল বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কয়রায় ইউপি চেয়ারম্যান আছেরসহ ৪ আসামী জেলহাজতে
এসময় বক্তারা বলেন, একটি মহল তার সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে হয়রানির চেষ্টা করছে। তারা নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে ইউপি সদস্য, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ শত শত সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, কয়রা দক্ষিণ বেদকাশির গোলখালী গ্রামে ৯ বছর আগে আসামী ধরতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে কনস্টেবল মোঃ মফিকুল ইসলাম নিহত হন। এঘটনায় আংটিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ মমিনুর রহমান বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন।
খুলনা গেজেট/ টি আই