বেগম খালেদা জিয়ার মুক্তি ও সারাদেশে বিরোধীদলীয় নেতা-কর্মিদের হামলা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার আরেকটি নির্বাচনী ক্যু করার জন্য ইতিমধ্যে তারা ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে জাতীয়তাবাদী দলকে কোন সভাসমাবেশ করতে দেওয়া হচ্ছে না। দলীয় নেতা-কর্মিদের গ্রেপ্তার করা হচ্ছে ভয়ভিতী দেখানো হচ্ছে।
এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ-সভাপতি জুলফিকার আলী, যুগ্ম-সম্পাদক আলী হাসান, মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভি জর্জ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক, যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, মুন্সী বায়েজীদ বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফসিয়ার রহমান,সদস্য সচিব খন্দকার মন্জুরুল সাইদ বাবু, নড়াইল পৌর যুবদলের আহবায়ক রিয়াজুল কামাল পাভেল, যুগ্ন আহবায়ক মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জীবন ইসলাম টিপু, কালিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো: কামাল সিদ্দিকী, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো: আমীন বিশ্বাস,নড়াইল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: ফিরোজ মোল্যা,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি,সহ-সভাপতি মো: রুমেল হোসেন কবির, যুগ্ন সাধারন সম্পাদক তাহমিদ আল মারিন, রিদানুল ইসলাম নিশান, সোহেল রানা লাক্সমি, প্রকৌশলী তাইয়েবুল হাসান উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন,পুলিশী বাধা ও ১৪৪ ধারার কারনে আমরা ছোট্ট পরিসরে কেন্দ্রীয় প্রগ্রাম করতে বাধ্য হয়েছি।