শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শার্শা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ ৩ পাচারকারী আটক

শার্শা প্রতিনিধি

শার্শা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকাল সাড়ে ১১ টার সময় শার্শা উপজেলার শালকোনা সীমান্তের ফুলসারা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার শালকোনা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৯),শফিকুলের ছেলে রিয়াদ (২২) ও আশরাফুলের ছেলে সবুজ মিয়া (২৮)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের শালকোনা গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন