বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে মঙ্গলবার দুপুরে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) ওয়ালিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে খাদিজা খাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মারা যায়। মঙ্গলবার দুপুরে খাদিজা খাতুনের মা মেয়েকে সঙ্গে নিয়ে পুকুরে কাপড় ধোয়ার কাজ করতে যায়। ওই সময় খাদিজা খাতুনকে পুকুর পারে রেখে মা কাপড় ধোয়ার কাজ করছিল। কাপড় ধোয়া শেষে মেয়েকে পুকুর পারে দেখতে না পেয়ে মা বাড়িতে ফিরে খোঁজ করতে থাকে। ওই সময় পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন