শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

স্বেচ্ছাসেবক দলের ৩৫২ সদস্যের পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলা‌দেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা‌সেবক দ‌লের পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা করা হ‌য়ে‌ছে।

আজ বুধবার(২০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে ৩৫২ সদস‌্য বি‌শিষ্ট পূর্ণাঙ্গ কে‌ন্দ্রিয় ক‌মিটি অনু‌মো‌দিত হ‌য়ে‌ছে।

ক‌মি‌টি‌তে মোস্তা‌ফিজুর রহমান‌কে সভাপ‌তি, আব্দুল কা‌দির ভুইয়া জু‌য়েল‌কে সাধারণ সম্পাদক ক‌রে ২৯ জন‌কে সহসভাপ‌তি ও ২১ জন‌কে যুগ্ম সম্পাদক, ৩৮ জন‌কে সহ সাধারণ সম্পাদক করা হ‌য়ে‌ছে।

তালিকা দেখতে ক্লিক করুন>>>

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন