রাশিয়া থেকে ভারতের হেলিকপ্টার ক্রয়ের পরিকল্পনা বাতিল

আন্তর্জা‌তিক ডেস্ক

রাশিয়া থেকে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার ক্রয়ের পরিকল্পনা বাতিল করেছে ভারত। দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের সময় এমন সিদ্ধান্ত আসায় অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও দেশটির সরকারের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, রুশ হেলিকপ্টার না কেনার সঙ্গে ইউক্রেনে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। মূলত ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষা চাহিদার ৬০ শতাংশই নিশ্চিত করে রাশিয়া। সোভিয়েত আমলে এবং এর পরবর্তী সময়েও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক ছিল ভারতের।

তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন নিজেদের উৎপাদন বৃদ্ধিতে মন দিতে চায়। দেশেই হেলিকপ্টার, ট্যাংক ইঞ্জিন, মিসাইল এবং রাডার ব্যবস্থা তৈরি ঘোষণা দেয়া হয়েছে মন্ত্রণালয়ের তরফ থেকে।

এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ভারত এখন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কেন্দ্র হওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন