বিএনপির শীর্ষ নেতৃত্ব ব্যর্থ দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির নেতাকর্মীরা তাদের নেতৃত্ব থেকে মুক্তি চায়। সোমবার এক বিবৃতিতে একথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি নেতারা দুঃসময়ের কথা বলে জনগণকে ভয় দেখাচ্ছেন। অথচ দেশে কোনো দুঃসময় নেই, দুঃসময় যাচ্ছে বিএনপির রাজনীতিতে। দলটির নেতাকর্মীরা হতাশ। শীর্ষনেতাদের নেতৃত্ব ও সক্ষমতা নিয়ে সন্দিহান। তারা এদের নেতৃত্ব থেকে মুক্তি চায়।’
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার এখন মীমাংসিত একটি বিষয়, কাজেই নতুন করে এ বিষয়ে কোনো দুঃস্বপ্ন দেখে লাভ নেই। নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।
সেই নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কাদের বলেন, ‘সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া বিষয়গুলো না বুঝলে, ধারণ না করলে বিএনপি নেতাদের মুক্তি হবে না- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য থেকেই স্পষ্ট বোঝা যায় যে এখনও তারা পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বের হতে পারেনি। বিএনপি নেতাদের অন্তরে এখনও পাকিস্তান রয়ে গেছে।’
খুলনা গেজেট/ এস আই