বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হয় না। দেশে এমন এক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের প্রতি যাদের কোন দায়বদ্ধতা নাই। মানুষের পেটে ভাত নেই, ভোটের অধিকার নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নাই। স্বাধীনতার ৫১ বছর পরেও জনগণের সকল অধিকার ভূলুন্ঠিত। তিনি বলেন, এই অবস্থার পরিবর্তন ঘটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল পুর্নগঠন কার্যক্রম শুরু করেছেন। বগুড়াতে সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় ভোটের মাধ্যমে দলের নেতা নির্বাচন হয়েছে। যশোরেও সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। খুলনা মহানগর ও জেলাতে তারেক রহমানের দেয়া রূপরেখা বাস্তবায়ন শুরু হলো। দলে গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচনের সাথে সাথে দেশেও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি নেতৃত্ব দেবে।
সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে যে সমস্ত নেতাকর্মী জীবন দিয়েছেন তাদেরকে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে দল ক্ষমতায় গেলে তাদের অবদানকে স্বীকৃতি দেয়া হবে। শনিবার (৯ এপ্রিল) খুলনায় বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও তথ্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দলের কেন্দ্রীয় নেতা অমিত এসব কথা বলেন।
দুপুর সোয়া ২টায় নগরীর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় মিলনায়তনে দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানার যৌথ উদ্যোগে কর্মসূচির উদ্বোধন হয়। দৌলতপুর ও আড়ংঘাটা থানা সাংগঠনিক কমিটির আহবায়ক স ম আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। সভর শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং বিশেষ দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা আমান উল্লাহ। সভা সঞ্চালনা করেন থানা সাংগটনিক কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শামীম কবির, শেখ সাদী প্রমুখ।
বক্তৃতা পর্ব শেষে তিন থানার বিভিন্ন ওয়ার্ডের বয়োজেষ্ঠ্য বাসিন্দাদের হাতে সদস্য ফরম তুলে দেয়া হয়। সেই সাথে প্রতিটি ওয়ার্ড থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জনগণকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় নগরীর বৈকালী মোড়ে খালিশপুর থানা বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও তথ্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন হয়। কর্মসুচিতে সভাপতিত্ব করেন থানা সাংগঠনিক কমিটির আহবায়ক কাজী মো: রাশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা সাংগঠনিক কমিটির সদস্য সচিব চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। বিএনপির মহানগর ও ওয়ার্ড থানা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচি সমূহে অংশ গ্রহণ করেন।
খুলনা গেজেট/ এস আই