বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবি’র গাড়ী, দোকান সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস বকেয়া পরিষদ, গণতন্ত্র ও ভোটাধিকার আদায় তথা ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে আগামী ১৫-১৭ এপ্রিল জেলা, উপজেলা, ইউনিয়নে গণ-অবস্থান, বিক্ষোভ সফল করার আহ্বান জানিয়েছেন।
আজ ৮ এপ্রিল সকাল বেলা ১১টায় খুলনা জেলা কার্যালয়ে পার্টির চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি সৈয়দ মনজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিভাগীয় সমন্বয়ক খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ বক্তব্য রাখেন। সভায় চলমান দুঃশাসনের অবসান, ব্যবস্থা বদল ও বাম বিকল্প শক্তির সমাবেশ গড়ে তোলার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। সভায় বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক এলাহাবাদ খান, বাগেরহাট জেলা কমিটির সভাপতি এ্যাড. তুষার বসু, চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঝিনাইদহ জেলা কমিটির সাবেক সভাপতি কাজী ফারুক, মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক এ টি এম আনিসুর রহমান, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন দাস, কুষ্টিয়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানি, খুলনা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, বাগেরহাট জেলা কমিটির মোঃ নুর আলম,যশোর জেলার মফিজুর রহমান নান্নু।
খুলনা গেজেট/ টি আই