শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বকেয়া পরিশোধ ও রাষ্ট্রীয় মালিকানায় রেখে পাটকল চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

WPB

রাষ্ট্রায়াত্ত পাট-সুতা-বস্ত্রকল সংগ্রাম পরিষদের উদ্যোগে পাওনা টাকা পরিশোধ ও রাষ্ট্রীয় মালিকানায় রেখেই পুনরায় পাটকল চালুর দাবিতে বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আটরা শিল্পাঞ্চলে খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শুরু করা মাত্রই খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানববন্ধনের প্যানাসহ সংগ্রাম পরিষদের কয়েকজন নেতৃবৃন্দকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতদের মধ্যে ছিলেন খুলনা আঞ্চলিক কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা হারুন অর রশীদ মল্লিক, ওয়ার্কার্স পার্টি খানজাহান আলী থানা কমিটির সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা, পাটকল সংগ্রাম পরিষদের নেতা আমিরুল সরদার, আলিম জুট মিলস মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুর রশীদ, শ্রমিকনেতা আব্দুর রউফ, করিম, দাউদ মিনা ও আনিস মিনাসহ ৮ জন। পরবর্তীতে থানা কর্তৃপক্ষ বেলা পৌনে ৩টায় আটক নেতৃবৃন্দকে ছেড়ে দেয়।

এদিকে মুক্তিপ্রাপ্ত ৮ নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা এবং পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম।

অনুরূপ বিবৃতি প্রদান করেছেন জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মনির আহমেদ ও সাধারণ সম্পাদক শ্রমিকনেতা দেলোয়ার উদ্দিন দিলু।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন