স্বাধীনতার আকাংখা ভিত্তিক গণতান্ত্রিক, নৈতিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সরকার গঠণের দাবি করেছে খুলনা জেলা ও নগর জেএসডি। সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করে জাতীয় সরকার প্রতিষ্ঠার আহবান জানান স্থানীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার(৩১ মার্চ) দুপুরে স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে এই আলোচনা সভায় নেতৃবৃন্দ এ আহবান জনান। দলের নগর ও জেলা শাখা এর আয়োজন।
নেতৃবৃন্দ এই অবাধ, সুষ্ঠু ও নেরপেক্ষ নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন, সংবিধানের আমূল সংস্কারের জন্য সাংবিধানিক কমিশন, সংবিধানে গণভোট প্রথা অন্তর্ভুক্ত এবং সাংবিধানিক চেতনার আলোকে বাক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহবান জানিয়েছেন। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষে আন্দোলন গড়ে তোলার ও আহবান জানান।
দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম সভায় প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাাড. আফম মহসিন।
আলোচনায় অংশ নেন সদ্য যোগদানকারী স.ম রেজাউল করিম, নগর জেএসডি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, নগর জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল আহসান বাবলু, বীর মুক্তিযোদ্ধা আবু সিনা ইবনে ওয়াহিদ মিকি, শ্রমিক নেতা মনিরুল ইসলাম, নগর জেএসডি নেতা আবু বকর সিদ্দীক ও জিএম সাইমুন। সদ্য যোগদানকারীরা হচ্ছেন, স.ম রেজাউল করিম, আবু তালেব খান, শাহ বাবর আলী ও যুব নেতা জিএম সাইমুন।
সভায় সর্বসম্মতিক্রমে স.ম রেজাউল করিম, শাহ বাবর আলীকে দলের জেলা শাখার সদস্য, আবু তালেব খান ও জিএম সাইমুন কে নগর শাখার সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। সভা শেষে দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী থেকে নগরীতে এক মিছিল বের হয়।
খুলনা গেজেট/ এস আই