সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, যে উদ্দেশ্য নিয়ে গ্রাম আদালত আইন তৈরী করা হয়েছে তা এখনো পূর্ণমাত্রায় বিকশিত হয়নি। গ্রাম আদালতকে দেশের প্রচলিত আদালতের মতো আবহ সৃষ্টি করতে না পারলে তা ফলদায়ক হবে না।
সাতক্ষীরা জেলা জজ আদালতের আয়োজনে বুধবার (২৩ মার্চ) বিকালে জজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত গ্রাম আদালত সংশ্লিষ্ট পদ্ধতিগত আইন পর্যালোচনা এবং সংস্কার শীর্ষক পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রাম আদালত এখনো পর্যন্ত গ্রাম বাংলার মানুষের পরিপূর্ণ আস্থা অর্জন করতে পারেনি উল্লেখ করে সিনিয়র জেলা ও দায়রা জজ আরও বলেন, এ ক্ষেত্রে গ্রাম আদালতের বিচারক, সদস্য ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষনের আওতায় আনতে হবে। গ্রাম আদালত কার্যকর করতে পারলে দেশে মামলার জট কমে যাবে, যা দেশের অর্থনীতিতে একটি ধনাত্বক প্রভাব ফেলবে।
এ সময় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, যুগ্ম-জেলা জজ রাকিবুল ইসলাম, যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) জাহিদুল আজাদ, সিনিয়র সহকারী জজ নাছির উদ্দীন ফরাজী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম ও সহকারী জজ জাহিদুর রহমান প্রমূখ।
গভায় গ্রাম আদালত আইন ও সংস্কারের উপর আলোচনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এম, জি আযম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার ও জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম।