ডুমুরিয়ায় পিকআপ প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। রোববার(২০ মার্চ) সকাল ৭টার সময় চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া কালভার্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুকনগর বাজারের ব্যবসায়ী আলিমুল ইসলাম খান খুলনার বাসা থেকে (ঢাকা মেট্রো-গ-২৬-৩১৯৮) প্রাইভেটকার যোগে ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ (খুলনা মেট্রো-শ-১১-০৪২২) চাকুন্দিয়া কালভার্টের সামনে আসলে প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় চুকনগর গ্রামের শাহাজান আলী খানের পুত্র আলিমুল ইসলাম খান (৫০), প্রাইভেটকার চালক আব্দুর রাজ্জাক (৪৫), পিকআপে থাকা পাইকগাছা এলাকার বাবুল সরদারের ছেলে সিরাজুল ইসলাম সরদার (৫০) ও বিমল সরকারের ছেলে বাসুদেব সরকার (৪০) আহত হয়।
এব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও পিকআপ থানা হেফাজতে নেয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই