Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাহে রমযানের আরাধনা

আবদুস সালাম খান পাঠান

১.
মাহে রমযানের পুন্য আরাধনায় প্রভু দাও আমায় মনের শক্তি
ভ্রাতৃপ্রেমের, দৃঢ় বন্ধন।
তাকওয়া অর্জনে প্রভু দিও তুমি ঈমানী মনোবল,
ধৈর্য্যজ্ঞানে তাযকিয়া অর্জনে করি যে; ত্যাগ, আত্মোন্নয়ন,
পরিবার-পরিজনে পরম ভালোবাসা মমতায় গড়িতে চাই-
পুত পবিত্র এক আদর্শ জীবন।

রমযানের কৃচ্ছতা সাধনে দীনের পথে, সেবার মাঝে
গড়ি যে কলুষমুক্ত মন। এতিম, মিসকিনের করি যে, হীত সাধন।
কঠোর শ্রমে পরম নিষ্ঠা ও প্রচেষ্টায় গড়ি সাহস,
কর্মোদ্যম, পরিশুদ্ধ করি দেহমন।

তিরিশ রোজার বরকতে ও ফজিলতে, দূর করি ষড়রিপুর-
তাড়না, কৃচ্ছতা, সংযমে গড়ি, সহিষ্ণু হৃদয়মন।
জিকির ও আযকারে, তারাবীহ সালাত শেষে, থাকি
তোমারি ধ্যানে-মগ্ন, উপাসনায় সর্বক্ষণ।

মাহে রমযানের পুন্য মাসে সালাতে কায়োমনে-
‘এহ্তেসাবে গড়ি’ শক্ত ঈমান, চাই তোমারি সর্ব
-দয়া, পার্থিব সুখ ও কল্যান।

তওবার মাঝে সকল গোনাহর চাই ক্ষমা, চাই
তোমার অপার অনুগ্রহ, পার্থিব সুনাম
ও শান্তির বারতা, প্রভু হে মহান।

কুরআনের জ্ঞানে আলোকিত করো মোরে, ইসলামী জ্ঞানে
জ্যোতির্ময় হোক, জীবনমান; সংসারে হালাল
রুজির করি যে সন্ধান, – পার্থিব শান্তি-সুখ
রিযিক ও দৌলত, তোমারই যে মহৎ দান।।

২.
পরম সৌভাগ্যের পথ খুলে দিও প্রভু পরপার
সকল ভুল-ত্রুটির করো ক্ষমা সওমের গুনে
সুখের জান্নাত নসীব করো আমার।
রাসূল(সা:) প্রেমে, আনুগত্যে গড়ি, অহংকারমুক্ত আদর্শ
জীবন-সোপান।

নাজাত দিও প্রভু দয়াময়, সহজে পুলসিরাত যেন ‘আমি
-পাড়ি দিতে পারি,’ মুনাজাত কবুল করো হে পরওয়ারদেগার।
শ্রমের পুন্য-ফসলে, সম্পদে ভূষণে, নির্লোভ থাকি যে
আমি,- ইসলামী চেতনায়-গড়িতে ঈমান।

হাজারো শোকর গুজারী, তোমার অপার রহমতে
দুনিয়ায় দিয়েছো শান্তির সুবাস, কর্মের পুরস্কার।
মাতৃপিতৃ স্নেহে গড়েছি এ সৎ জীবন, পেয়েছি
সুযোগ প্রাতিষ্ঠানিক শিক্ষার।

কুরআনী জ্ঞানে, দীনের দাওয়াতে ইসলামী
জ্ঞানে আলো ছড়িয়ে পড়ুক – সওমের পুন্য সাধনার,
মাহে রমযানের রহমতে সফল হোক আমারই
-সকল কামনা-বাসনার। আখিরাতের পথ
হোক সুখের, পুণ্যময় এই আরাধনার, প্রার্থনার।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন