রাস্তায় চলন্ত অবস্থায় ইনামুল হক নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর আকষ্মিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দু’টা ২০ মিনিটের দিকে নগরীর খালিশপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এ ঘটনাটি ঘটে। খালিশপুর হাউজিং বাজার এলাকার আব্দুল কালামের ছেলে তিনি।
খালিশপুর থানার এসআই প্রণব বিশ্বাস জানান, এনামুল শনিবার দুপুরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। সাইকেল চালিয়ে হাউজিং বাজার থেকে নেভীগেটের দিকে যাচ্ছিলেন তিনি। রেলের স্লিপারে হোচট খেয়ে তিনি সেখানে পড়ে যান। স্থানীয়রা তাকে উঠিয়ে পানি পান করতে দেয়। এরপর প্রসাবের কথা বলে ড্রেনে যায়। সেখানে তিনি মাথা ঘুরে আবার পড়ে যান। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে যায়। নিহতের একটি মেয়ে আছে। সে দেশের বাইরে থাকে বলে তিনি আরও জানিয়েছেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, ইনামুল ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা। মানসিকভাবে কিছুটা অসুস্থ। খালিশপুর রেলজংশনে অসুস্থ হয়ে তিনি মারা যান। লাশ শনাক্তের জন্য প্রচার চালানো হয়। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা এসে লাশটি নিয়ে যায়।
খুলনা গেজেট/এএ