সাংবাদিক সমাজের অধিকার আদায়ের সংগঠন বিএফইউজের নব নির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কুষ্টিয়া দিশা টাওয়ারে অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুষ্ঠিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দীপ আজাদ, যুগ্ম-মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানে সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেইউকের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
খুলনা গেজেট/ এস আই