Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভাষা শহীদ আবুল বরকত

মোহাম্মদ সাদউদ্দিন

ঢাকার আজিমপুর কবরস্হানে
কবর জিয়ারত করতে করতে
চোখের জল সেদিন বাগ মানেনি
তোমার কবরের শিয়রে থাকতে থাকতে
ইতিহাস আমাকে অনেক কিছু
স্মরণ করিয়ে দেয়
ইতিহাসের পাতা উল্টালে
দেখতে পাই
বরকত, তুমি আমার দেশের ধন
তুমি আমার রক্তের ধন
তুমি আমার বুকের ধন
গুলহাটিয়া- বাবলা
আর ঢাকা মিলেমিশে একাকার।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন