Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কিছু প্রত্যাশার ভাষা

ম.ম. রবি ডাকুয়া

বছর বছর মানুষের কষ্টের ভাষা বড় হয়,

বলতে চাওয়া না বলা ভাষা জড়ো হয়।

চোখ ছলছল জ্বলজ্বল ভাষা,

জল হয়ে গড়িয়ে পড়া ভাষা।

বাঁচার জন্যে আর্তনাদের ভাষা,

সব একত্রিত চির অম্লান আশার ভাষা।

ভেসে যাওয়া চোখের জলের ভাষা,

সহস্র তৃষ্ণার কষ্টের অতলের ভাষা,

আয়েশে ভরা দুচোখে তির্য্ক বাঁকা কটাক্ষের ভাষা।

সোনা ঝরা অক্ষরে ভাষা,

পুরনো জং আর দেয়ালে নোনা ঝরা ভাষা,

দরিদ্র মানুষের নীরবতার ভাষা,

সব ভাষা লুকিয়ে রেখে নীরব কেবল কিছুই প্রত্যাশা।

লক্ষ কোটি প্রনের ভাষা ফিরিয়ে দিল রফিক, জব্বার,

তবু বিকৃত ভাষা স্বীকৃতি পায় বার বার।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন