খুলনা সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয়ে কবি জীবনানন্দ দাসের ১২৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। তিনি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের প্রকৃতি প্রেমসহ কবির কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন।
সৈয়দ আলী হাকিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, এ এম কামরুল ইসলাম, এ্যাড. স্বপন কুমার বিশ্সব, এস এম হাসান, বিশ্বাস জাফর আহমেদ এবং কবিতা পাঠ করেন জামিল আহমেদ, গোলাম রসুল, সাঈদা পারভিন। শেষে সাহিত্য পরিষদের সভাপতি এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু ও সহ-সভাপতি রোজি রহমান-এর সুস্থ্তা কামনা করে দোয়া করা হয়।
খুলনা গেজেট/ টি আই