আনুশকা জানান, ত্বক ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হলো সঠিক খাদ্যাভ্যাস, বিরতিহীন গভীর ঘুম আর দুশ্চিন্তামুক্ত জীবনযাপন। এরপর গুরুত্বপূর্ণ, ত্বকে কী বিউটি প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে। ত্বকের স্বাভাবিকতা ধরে রাখতে আনুশকা নিয়মিত ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন ব্যবহার করেন। আনুশকা মনে করেন, ত্বকের টোনের সঙ্গে মানানসই ঠিকঠাক সানব্লক ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকেই বের করে আনে।
মেকআপ তুলতে আনুশকা প্রথমে নারিকেলের তেল ব্যবহার করেন। পরে মাইল্ড ক্লিনার ব্যবহার করে ধুয়ে ফেলেন। আর কেমিক্যাল না ব্যবহার করে বরং প্রাকৃতিক উপাদানে ত্বকের যত্ন নেওয়ায় বিশ্বাসী আনুশকা। এই যেমন পাকা কলা ভালো করে চটকে মুখে লাগিয়ে দেন। আধা ঘণ্টা রাখেন। তারপর শুকিয়ে এলে তুলে ধুয়ে ফেলেন। সপ্তাহে দুই দিন এই ফেসপ্যাক ব্যবহার করেন আনুশকা। এ ছাড়া আনুশকা টমেটো স্লাইস করে কেটে মুখে ব্যবহার করেন।
নিজের ত্বকের সৌন্দর্য বিষয়ে এই অভিনেত্রী ও মা বলেন, ‘কিছু সময়ে ত্বক এমনিতেই আলো ছড়ায়। বিশেষ করে যখন আপনি একেবারেই দুশ্চিন্তামুক্ত থাকেন। ঝরঝরে একটা ঘুম দিয়ে সমুদ্রপাড়ে গা এলিয়ে বসে থাকেন বা বাইরে বেরিয়ে ঘুরতে ঘুরতে লজ্জাবতী গাছ দেখে হঠাৎ থেমে ছুঁয়ে দেন। তাই বলে ত্বকের যত্নে অবহেলার কোনো সুযোগ নেই।’
সুস্থ ত্বক মানে কেমন ত্বক? উত্তরে আনুশকা বলেন, ‘দেখে মনে হবে, সূর্যের আভা যেন আলতো করে ছুঁয়ে গেছে ত্বককে।’ ভক্তদের জন্য এই তারকার উপদেশ, ‘ত্বকের যত্নে বাড়াবাড়ি করবেন না। ত্বকের স্বাভাবিকতা নষ্ট করে কিচ্ছু নয়, বরং প্রাকৃতিক উপাদানে ত্বকের যত্ন নিন। ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভালো একটি ময়েশ্চারাইজার আর সানব্লক ব্যবহার করুন। প্রচুর পানি, শাকসবজি, ফল, বাদাম খান। আর সঠিক বিউটি প্রোডাক্ট ব্যবহার করুন।’
খুলনা গেজেট/এএ