Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শিশিরের মধ্যে কষ্ট ছিল সেগুলো পায়ে লাগছে

গোলাম রসুল

সপ্তাহের শেষ রাত্রি
চাঁদ ডুবে যাচ্ছে আমার মদ খেয়ে অধঃপতনের মতো
শিশিরের মধ্যে কষ্ট ছিল সেগুলো পায়ে লাগছে
আর ঝর্ণার পরিবর্তে রক্ত ঝরছে
যখন আমি আর পাহাড় একাকার হচ্ছিলাম
সেই সময় শহরের গোপন চুক্তিতে ড্রেনের মুখ খোলা আমাদের ভেসে যাওয়ার জন্য
আমার হৃদয় জানে নদীতে চুরি হচ্ছে ভূমি

তারার এত কাছাকাছি আমার বাড়ি যা তারার মতো হারিয়ে যায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন