Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মায়ের ভালোবাসা

মোঃ মামুন হোসেন

আমি যখন ছোট্ট ছিলাম
নিতে তুলে কোলে
কাঁদতাম চিৎকার করে
সেই জাগনা ভোরে।

দু’চোখে হাসি মেখে
ঘুমটা তুমি পড়াতে,
কান্না সেই চোখে
মনটা তখন ভরাতে।

বুঝি নি তোমার মমতা
সেই অবুঝ ছেলেটা।
কত যে সহ্য করেছো
ভয়াবহ সেই চিত্রটা।

কেমন করে দিতে মুছিয়ে
চোখের সেই জল,
কান্না আসতো যখন
মুখিয়ে ঢল ঢল।।

বেড়ে ওঠা সেই আদরে
রাখতে আমায় জড়িয়ে,
ছোট্ট বেলা সেই মুহূর্তে
স্কুলের পথে দাঁড়িয়ে।।

তোমার মত হয়না
কেউ যে আপন-
করি আমি খোদার কাছে
সেই আমার সংজ্ঞাপন।।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন