Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় একদিনে চিকিৎসকসহ রেকর্ড করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় চিকিৎস্যক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, ওষুধ কোম্পানীর প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে রেকড ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখা বেড়ে দাড়ালো ৩৮২ জন।

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্ট এই ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

জেলায় নতুন আক্রান্তরা হলেন, সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ম্যানেজার শেখ সালাউদ্দিন(৪০), কলারোয়ার উপজেলার বুইতা গ্রামের মিম(২৬), যশোরের ঝিকরগাছা উপজেলার বাকরা গ্রামের অব্দুল্লাহ হোসেন(২৫). শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারি শেখ রাশেদ বিল্লাহ(৩৮), শ্যামনগর উপজেলার অটুলিয়া গ্রামের অবু বকর সিদ্দিক(৪৩), ইশ্বরীপুর গ্রামের আমজাদ হোসেন(৬৬), তালা উপজেলার শার্শা গ্রামের রূপা অক্তার (২৬), সাতক্ষীরা থানার মাসুম মোল্যা(৩১) ও রহিম হোসেন(৩১), আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের শারমিন আক্তার(১৪), একই উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের খলিলুর রহামন (৪৬), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রূপা কুমারী সিংহ (৬৫) ও আনোয়ারা(২৯), সাতক্ষীরা শহরের মেহদীবাগ এলাকার মোস্তফিজুর রহমান(৪২), কাটিয়া এলাকার শাহানা আক্তার(৪৩), মুনজিতপুর এলাকার অমিত মল্লিক (৩৪), সুলতানপুর এলাকার সুমাইয়া সিদ্দিক(১৭), একই এলকার নিশাত তামান্না(১৬), নরাগিস আক্তার (৪২), আজিজুল হক (৩৪), এ্যাডঃ চঞ্চল (৪৮), দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি আব্দুর রাশেদ(৫০), অফিস সহকারি রূমা পারভীন(৩৫), স্কয়ার ফার্মাার মোস্তাফিজুর রহমান (২৫), ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার সমশের আলী (৪০). একই শাখার সরিফুল ইসলাম (৪৭), কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ,কে,এম মঞ্জুর কাদের( ৫৭),কালিগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামের আব্দুল কাদের (৫৮), বাজারগ্রামের রহিমাখাতুন(৩৮), একই গ্রামের মহিম হোসেন(১৫) ওআবুল কাশে(৩৮), কাকশিয়ালী গ্রামের মাহবুবুর রহামন (৪০), শিতলপুর গ্রামের আকবর হোসেন (৪৫), একই গ্রামের রাফি (১৮) ও সামিউল ইসলাম(৩৫) নলতা গ্রামের হারান সরকার (৩৯), একই গ্রামের প্রসাদ স্বর্ণকার(৬৫), রুহিনা তাসমিন(৫০), ডাঃ তাহমিনা পারভীন (৩৪), তাহিয়ান (১), তাওসিফ (১২), ও রিয়াজুল ইসলাম (৩৭) এবং মহাতপুর গ্রামের নাজমুল (৩৭)।

এছাড়া তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাজিব সরকারের ফলোআপ রির্পোট পজেটিভ এসেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন