Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মনটা যদি হতো

মোঃ মামুন হোসেন

হইতাম যদি নাম না জানা ফুল
কিংবা কোন নদীর ভরা দুকূল!
হইতাম যদি মেঘের ডানা
উড়ে উড়ে বেড়ায় আকাশখানা।।

হইতাম যদি কাশফুলের বন
জড়িয়ে সঙ্গী সারাক্ষণ!
থাকতাম লুকিয়ে কোন খানে
যেতাম হারিয়ে কেয়া বন।।

ডাকতাম পাখির মধুর সুরে
কোন প্রভাতি দুপুরে,
সূর্য্যি মামার মত জাগতাম
কোন বাজনা নুপুরে।।

মাখতাম গায়ে কত রং
হাজারো রকম ঢং,
তুলিতে আঁকতাম কত ছবি
হৃদয়ে আমার যত সং।।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন