Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কাজী নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে নড়াই‌লে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা – বল বীর- বল উন্নত মম শির, শির নেহারী আমারী নত শির, ঐ শিখর হিমাদ্রীর এই কবিতা প্রকাশের শতবর্ষ পুর্ণ হয়েছে। ০৬ জানুয়ারী(বৃহস্পতিবার) বেলা ১২ টায় এই উপলক্ষে নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশের শতবর্ষ পালন উপলক্ষে কবিতা আবৃত্তি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা এস এ মতিন, নজরুল গবেষক অগ্নিবিনা সংগঠনের প্রতিষ্ঠাতা এইচ এম সিরাজ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, অধ্যক্ষ (অবঃ) রওশন আলী, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটুসহ নজরুল ভক্ত কবি সাহিত্যিকগন উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে বিদ্রোহী কবিতা আবৃত্তি করা হয় এবং এসময় বক্তারা নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশের শতবর্ষ ও কবিতার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন