বাগেরহাটে বর্ণাঢ্য র্যালী, আলোচনাসভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে সেখানে বিশালাকৃতির কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।
এর আগে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে রেলরোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, আওয়ামী লীগ নেতা এমএ মতিন, অম্বরিশ রায়, শেখ বশিরুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান সুলতান আল ওশান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমাদের গর্বের ও অহংকারের সংগঠন। এই সংগঠনই জাতিরজনক শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধীতে ভূষিত করেছে। ১৯৬৯ এর গন অভ্যুথানে ছাত্রলীগের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল। জন্মলগ্ন থেকে দেশের সব ধরণের সংকটে বাংলাদেশ ছাত্রলীগ সবার আগে এগিয়ে এসেছে। ভবিষ্যতে ছাত্রলীগের নেতাকর্মীদের দেশ ও জাতির জন্য কাজ করার আহবান জানান বক্তারা।
খুলনা গেজেট/ এস আই