খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
বিজয় সমাবেশে সেখ জুয়েল

বাঙালি আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা ২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বাঙালি জাতি এখন আত্ম নির্ভরশীল সম্মানিত জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। আর এসবই সম্ভব হয়েছে জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বের কারণে। তাঁর সুদক্ষ নেতৃত্ব বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা এখন আর বিদেশী সাহায্যের মুখাপেক্ষী নই। ইতোমধ্যে আমরা অন্য রাষ্ট্রকে আর্থিক সাহায্যের দৃষ্টান্ত স্থাপন করেছি। উন্নয়ন অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।

শুক্রবার বিকাল ৩টায় নগরীর নিউ মার্কেট প্রাঙ্গনে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, মহানগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ উল্লাহ, সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরজাহান রুমি, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুম্মান আহম্মেদ।

এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মোঃ আনোয়ার হোসেন, মো. শাহাজাদা, এস এম মনিরউজ্জামান সাগর, বীরেন্দ্র নাথা ঘোষ, হাফেজ মো. শামীম, মফিজুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. আনিসুর রহমান পপলু, শেখ মোশাররফ হোসেন, কাজী জাহিদুল ইসলাম, কাউন্সিলর হাফিজুর রহমান, মনিরুজ্জামান সাগর, এস এম আকিল উদ্দিন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, অধ্যা. এ বিএম আদেল মুকুল, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, মোঃ আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, আব্দুল কাইয়ুম গোরাসহ আরও অনেকে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!