খুলনা, বাংলাদেশ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

ষোলই ডিসেম্বর : বিজয় গৌরবে

আবদুস সালাম খান পাঠান

স্বাধীন বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি সুন্দর সবুজ
শ্যামলিমা, পাহাড়, নদী সৌন্দর্য অপরূপে ।
মুক্তিযুদ্ধের বিজয় গৌরব, বাঙালীর সংগ্রামী চেতনার ফসল,
বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়-বন্ধনে,’দীপ্ত-শপথে স্বাধীনতার
চেতনায় দেশপ্রেমের দূর্গ গড়ে ।

বাঙলা মায়ের বুকে, বীর শহীদের কতো তাজা প্রাণের –
-রক্ত ঝরে, বাঙালী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ।
লাখো-কোটি জনতা, তরুণ-যুবক, কৃষানের, আত্মত্যাগে,
গ্রাম-গঞ্জ-শহরবন্দর, আনাচ কানাচ, নদীজলে,
বীরশহীদের – রক্তস্রোতে যেনো বৃষ্টি ঝরে ।

বর্বর পাক-হানাদারের বাঙালী নির্যাতন, নিপীড়ন,
পীড়নযন্ত্রে বুদ্ধিজীবি ও মানুষ-নিধন, মানবতার চরম
লংঘন । বীর-বাঙালীর একাত্মতা, দৃঢ় শপথ, সোনার বাংলা গড়ন ।
একাত্তরের মুক্তি-সংগ্রামে বিজয়ের আনন্দে, হৃদয় উল্লাসে
-জনতা ফেটে পড়ে । বুকের বেদনা, লুকিয়ে পড়ে ।
সাগর-নদীজলে, বাবা-মায়ের কান্নাহাসির অশ্রুজল
অনেক-আবেগে – মিশে আছে;- চির জনমভরে !!

হাজারো বঞ্চনার পাহাড় ভেঙ্গে শয়নে স্বপনে,
জাগরণে, সোনার বাংলার ভোরের সূর্যোদয়ের
রঙিন কিরণের উজ্জ্বল-আকাশ ! দেখে, হৃদয়-ভরে ।
লাল-সবুজের উড্ডীন সুন্দর-পতাকার আবির্ভাব
অভিনব, মানচিত্রে স্বাধীন বাংলাদেশ –
ঊষার রক্তিম সোনালি সকাল ।
শহর-বন্দর, মাঠ-ঘাট, হাওড়ে-বিলে গ্রাম-গঞ্জে স্বাধীন
বাংলার নব-উল্লাস ! দৃঢ়-আত্মপ্রত্যয়ে বিজয়ের আনন্দ
-বিলাস -!
– সুখী সুন্দর, স্বাধীন জীবনে বাংলা ভাষায়
শব্দ চয়ন, লেখায় কাব্যগাঁথায়, বাক্যালাপে
– এক নতুন ইতিহাস ।

জন্মভূমির মায়ায় এতো ভালোবাসা, মাটির প্রেমে
উষ্ণ আবেগ- প্রীতি-প্রণয়বন্ধন, মুক্তিযুদ্ধের চেতনায়
বাসনা-সুখ,- জীবনের শতো আকাঙ্ক্ষা বিলাস ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!