লেেযথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোক র্যালি এবং শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কর্তৃপক্ষ।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।
পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ, শিক্ষক পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ক্যাম্পাস লেকে পাখির অভয়ারণ্য কর্মসূচি উদ্বোধন করা হয়।
এর আগে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারি রুমে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে ১৯৪৭ থেকে ১৯৭১ এর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন