বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনা বিএনপির নয়া কমিটির প্রথম সভা শনিবার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র খুলনা জেলা ও নগর কমিটি গঠিত হওয়ার পর আজ সন্ধ্যায় নয়া নেতৃবৃন্দ দলের কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে পরবর্তী কর্মসূচী নির্ধারণ করেছে। নয়া কমিটির প্রথম কর্মসূচীর আলোকে শনিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় দলের সকল অঙ্গ সংগঠনের জেলা ও নগর শাখার নির্বাহী কমিটিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নগর শাখার নয়া সদস্য সচিব শফিকুল আলম তুহিন শনিবারের সভার আলোচ্যসূচী নির্ধারণ করেছেন বুদ্ধিজীবী দিবস পালন, বিজয় দিবসের কর্মসূচী ও ২০ ডিসেম্বর বেলা ১১ টায় জেলা পর্যায়ের সমাবেশ সফল সম্পর্কে করণীয়। তিনি এ প্রতিবেদককে জানান, আজ সন্ধ্যার পর থেকে নয়া কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। সকল স্তরের নেতা কর্মীরা নয়া কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বলে তিনি দাবি করেন। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়া অনুমতি আন্দোলন বেগবান করতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছেন।

উল্লেখ্য সন্ধ্যার পর নয়া নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে কর্মীদের শুভেচ্ছা বিনিময় করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন