বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচন ২২ ডিসেম্বর

‌নিজস্ব প্রতি‌বেদক

খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ নির্বাচন-২০২১ এর তফশীল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ০৬ ডিসেম্বর খসড়া সদস্য (ভোটার) তালিকা প্রকাশ। ০৮ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ০৯ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ।

১২ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর বেলা ১টা পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর বিকাল ৪টা।

ভোট গ্রহণ আগামী ২২ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন