শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

১২ মণ ওজনের শাপলাপাতা!

গে‌জেট ডেস্ক

বরগুনার তালতলীতে প্রায় ১২ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ বিক্রি হয়েছে। শনিবার বিকালে তালতলী বাজারের মৎস্য ব্যবসায়ী খলিলুর রহমান খুচরা প্রতি কেজি ৫শ টাকা দরে এ শাপলাপাতা মাছ বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী খলিলুর রহমান জানান, পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার মহিপুর বাজার থেকে তিনি ১ লাখ টাকায় মাছটি ক্রয় করে নিয়ে আসেন। ১২ মণ ওজনের বিশালাকৃতির একটি শাপলাপাতা মাছ তালতলী বাজারে বিক্রি হবে উল্লেখ করে তালতলী শহরে মাইকিং করলে এ মাছটি একনজর দেখতে এলাকার শত শত উৎসুক জনতা ভিড় জমান।

তবে মাছটি কেটে খুচরা বাজারে বিক্রি করার পর হিসাবান্তে জানা গেছে এটির ওজন হয়েছে প্রায় ১২ মণ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন