খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

অশান্তির আগুন দেশে নয়, জ্বলছে বিএনপির ঘরে : কাদের

গে‌জেট ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের সময় দেশের বড় নেতাদের নিয়ে বিএনপির ঐক্য কাগজেই সীমাবদ্ধ, আওয়ামী লীগ এসবে ভয় পায় না। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আজ শনিবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

এ ছাড়া ‘দেশে অশান্তির আগুন জ্বলছে’—বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে।’

‘বিএনপিনেতারা দেশের কোথাও শান্তি খু্ঁজে পাচ্ছে না, দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পায়’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন। এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুন।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বোঝে না, তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন।’

‘বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে এবং রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায় রয়েছে’ বলেও মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপিনেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ।’

ওবায়দুল কাদের বলেন, ‘নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে ইনশাআল্লাহ।’

‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জন্মলগ্ন থেকে এ দেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে।’

‘প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত’ বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

‘বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে’—এমন দাবি করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ হিংসা নয়, সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ। অন্যদিকে, সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন। আর, সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে।’

খুলনা গেজেট/এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!