টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪১তম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে প্রথম চার ম্যাচ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাবর আজমদের। ফলে এই ম্যাচের ফল কোনো দলের ওপরই প্রভাব ফেলবে না।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের দিন গ্রুপ-২ থেকে সেমি ফাইনাল নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। তাদের সঙ্গী পাকিস্তান।
ভারতকে উড়িয়ে দিয়ে এবারের বিশ্বকাপে দারুণ সূচনা পায় পাকিস্তান। পরের তিন ম্যাচেও থাকে তাদের জয়ের ধারাবাহিকতা। ফলে এক ম্যাচ হাতে রেখেই শীর্ষ চারের টিকিট কাটে বাবর আজম বাহিনী। আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও স্কটল্যান্ডের বিপক্ষে জয় চায় পাকিস্তান। কারণ সেমিফাইনালের আগে মনোবল চাঙ্গা রাখার লক্ষ্য তাদের। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও একাদশে পরিবর্তনের আভাস আছে টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে সুপার টুয়েলভে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি স্কটিশরা। সান্ত্বনার জন্য হলেও শেষ ম্যাচটায় জয় তুলে নিয়ে আসর শেষ করতে চায় তারা।
টি-টোয়েন্টিতে পাকিস্তান ও স্কটল্যান্ড এ পর্যন্ত মুখোমুখি হয়েছে তিন ম্যাচে। যেখানে প্রত্যেকটি ম্যাচেই জয় পেয়েছে। এই তিনটি ম্যাচে খেলেছেন শোয়েব মালিক। কাকতালীয়ভাবে রোববারের লড়াইয়েও দেখা যাবে তাকে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুদলের দেখায় সবচেয়ে বেশি রানও করেছেন শোয়েব। ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১১৩ রান।
পাকিস্তান : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
স্কটল্যান্ড : জর্জ মুনসি, কাইলে কোয়েৎজার, ম্যাথিউ ক্রুস রিচি বেরিংটন, ক্যালোমু ম্যাকলয়েড, ক্রিস গ্রায়েভস, মাইকেল লিয়াস্ক, মার্ক ওয়াট, আলাসডায়ার ইভান্স, সাফিয়ান শরিফ ও ব্রাডলি হোয়েল।