চট্টগ্রামের হাটহাজারীতে বসতঘরের শৌচাগারে মিলল ২২টি পদ্মগোখরা সাপের বাচ্চা। বৃহস্পতিবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দেওয়ান নগর এলাকার একটি বাসার নিচতলার শৌচাগার থেকে সাপগুলো উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।
হাটহাজারী বন বিভাগের বিট কাম চেক স্টেশন অফিসার মো. ফজলুল কাদের চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত টানা অভিযান চালিয়ে ওই এলাকার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠ কর্মকর্তা বেলাল হোসেনের ভাড়া বাসার শৌচাগার থেকে পদ্মগোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
পরে বন বিভাগের আওতাধীন হাটহাজারী পৌরসভার পশ্চিমে গহিন বনে সাপগুলোকে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
এর আগে ২২ অক্টোবর উপজেলার মির্জাপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের রান্নাঘর থেকে আটটি পদ্মগোখরার বাচ্চা উদ্ধার করে অবমুক্ত করা হয়।
খুলনা গেজেট/এনএম