পরাজয় দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। লো স্কোরিং ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে দলটি। প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া ১১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শেষপর্যন্ত লড়তে হয়েছে অজিদের।
আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটির পুঁজি দাঁড়ায় মাত্র ১১৮ রান।
দলের পক্ষে বলার মত স্কোর গড়েছেন কেবল অ্যাইডেন মারক্রাম। ৩৬ বলের মোকাবেলায় ৪০ রান করেন তিনি। এছাড়া কাগিসো রাবাদা ২৩ বলে অপরাজিত ১৯, ডেভিড মিলার ১৮ বলে ১৬ ও হেইনরিখ ক্লাসেন ১৩ বলে ১৩ রান করেন।
অজিদের পক্ষে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪ রানেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ১৫ বলে ১৪ ও মিচেল মার্শ ১৭ বলে ১১ রান করে বিদায় নেন। এরপর দলের হাল ধরেন স্টিভ স্মিথ।
তবে তিনটি চার হাঁকানো ৩৪ বলে ৩৫ রান করে বিদায় নিলে আবারও খেই হারায় অজিরা। ৮১ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ৫ ব্যাটার। ২১ বলে ১৮ রান করে বিদায় নেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রোটিয়া বোলাররা ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলেন।
তবে মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েডের ঠাণ্ডা মাথার ব্যাটিং অস্ট্রেলিয়াকে জয়বঞ্চিত হতে দেয়নি। স্টয়নিসের ১৬ বলে অপরাজিত ২৪ ও ওয়েডের ১০ বলে অপরাজিত ১৫ রানের ইনিংসে ভর করে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। প্রোটিয়াদের পক্ষে অ্যানরিখ নরকিয়া শিকার করেন দুটি উইকেট।