বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

তোমার প্রতীক্ষায়

আফরিন মৌ

ঝম ঝম ঝম বৃষ্টি ঝরে
প্রিয়তম তোমার বিহনে
এ আষাঢ় লগনে
মন যে কেমন করে,
উতলা অবলা একেলা সে
থাকতে চায় না ঘরে।

মাঝরাতে আমি একাকী
বসে আছি দ্বারে পথ চেয়ে
গাছের পাতাগুলো কেঁদে চলেছে
আমার সহমর্মি হয়ে,
আমিও যে হয়ে গেছি বিষন্ন হৃদয়
তাকে রাখতে পারি না ধরে।

ডাহুক পাখিটা ডেকে চলেছে
সেও হয়ত সঙ্গীহারা একা
কতরাত কেঁটেছে আমার নিদ্রাহীন
তুমি বলেছিলে আসবে আবার ফিরে,
তুমি আসনি, আমায় ভালোও বাসনি
সকল স্বপ্ন ভেঙ্গেছে ভোরে।

তবুও আমি নিয়ত প্রতীক্ষায় থাকি
বৃষ্টিতে ভিজে তুমি আসবে
আমিও ভিজব বিজয়ী বৃষ্টিতে
সর্বাঙ্গ সচলিত করে,
প্রতীক্ষা আর বাড়াইও সখা তুমি
আমায় নাও শত শীরায় আপন করে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন