দুরন্ত বাড়ন্ত এক কিশোর
নাম তাহার “আহমদ ;
কোন সে বাদশাহ তুমি
প্রিয় নবী ” মোহাম্মদ ‘।
আসলে তুমি নূর নিয়ে
পূর্ণিমার চাঁদ হয়ে,
যখন এ পৃথিবীটা …
আঁধারে গেছে হারিয়ে।।
ডুবে গেছে সব
পাপের সাগরে নিমজ্জিত ;
তোমায় পেয়ে ধন্য হলাম
খুশিতে মন সজ্জিত!
এলে নিয়ে কোন সে বানী
হেদায়াতের সে পন্থা ;
দেখিয়ে গেলে পথের সন্ধান
সত্যের আলোর দিশা।।
তোমার মুখের সেই মধু সুর
হ্রদয়ে জাগরিত করে,
তোমার নামের সেই দুরুদ
অন্তরে শিহরিত করে।
তোমার অপেক্ষায় জিন-পরী
পড়ে দুরুদ সালাম!
তোমারই নাম এখনও লেখা
লওহে পাক কালাম।
খুলনা গেজেট/ এস আই