দুই দলের শক্তিমত্তার পার্থক্য স্পষ্ট। যোজন যোজন পিছিয়ে থাকা নামিবিয়া ব্যাটিংয়ে দাঁড়াতেই পারলো না শ্রীলঙ্কার সামনে। ইনিংসের ৩ বল বাকি থাকতে ৯৬ রানে গুটিয়ে গেছে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দলটি। অর্থাৎ জিততে হলে লঙ্কানদের চাই মাত্র ৯৭ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে নামিবিয়া। প্রথম ৫ ওভারে মাত্র ২১ রান তুলতে পারে তারা, ২৯ রান তুলতেই হারায় ২ উইকেট।
লঙ্কান অফস্পিনার মহেশ থিকশানার শিকার হয়ে দুই ওপেনার স্টিফেন বার্ড (৭) আর জানে গ্রিন (৮) দ্রুতই সাজঘরের পথ ধরেন। এরপর অবশ্য প্রতিরোধ গড়েছিলেন ক্রেইগ উইলিয়ামস (২৯) আর অধিনায়ক জেরহার্ড ইরাসমাস (২০)।
২ উইকেটেই ৬৮ রান তুলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা দলটি। কিন্তু এরপর ২৮ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে তারা।
ধুঁকতে ধুঁকতে ৯৬ রানে থেমেছে নামিবিয়া। ১৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন জে স্মিট। নাবিবিয়ার ব্যাটসম্যানদের মধ্যে কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। মহেশ থিকশানা ২৫ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার লাহিরু কুমারা আর হাসারাঙ্গা ডি সিলভার।